কালের স্বাক্ষী বহনকারী শীতলক্ষার তীরেগড়ে উঠা কালীগঞ্জ উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো বক্তারপুরইউনিয়ন। কালপরিক্রমায় আজ বক্তারপুর ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১নং বক্তারপুরইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩৭.১০(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৯,১৮৫
ঘ) গ্রামের সংখ্যা – ২০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৯টি।
চ) হাট/বাজার সংখ্যা ৬টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/টেম্পূ।
জ) শিক্ষার হার65%
সরকারী প্রাথমিক বিদ্যালয়-২০টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৮- টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,
মাদ্রাসা- ৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মো: আতিকৃর রহমান আখন্দ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- .................টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ..........................ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৩-০৪/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – 00/00/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৩-/০৪/২০১৬ইং
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) উদ্যোক্তা ২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস